চাকরির
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাগধারা:
গোবর
গণেশ – অপদার্থ/মূর্খ
গৌরচন্দ্রিকা
– ভূমিকা
শিবরাত্রির
সলতে – একমাত্র সন্তান
ব্যঙ্গের
আধুলি – অর্থের অহংকার
অন্তর
টিপুনী – গোপন ব্যথা
বাপের
ঠাকুর – উচ্ছন্নে যাওয়া
হালে
পানি পাওয়া – বিপদমুক্ত হওয়া
শিরে
সংক্রান্তি – আসন্ন বিপদ
ধোপদুরস্ত
– পরিপাটি
ধর্মের
ষাঁড় – যথেচ্ছাচারী
নেই
আঁকরা – একগুঁয়ে
কোলাব্যাঙ
– বাকসর্বস্ব
ভানুমতীর
খেল – ভেলকিবাজি
আঁতে
ঘা – মনে কষ্ট
লক্ষ্মীর
বরযাত্রী – সুসময়ের বন্ধু
ক
অক্ষর গোমাংস – অশিক্ষিত ব্যক্তি
তালপাতার
সেপাই – অনেক দুর্বল
আষাঢ়ে
গল্প – মিথ্যা গল্প
অজগর
বৃত্তি – আলসেমি
পোড়
খাওয়া – বিপদ পেরিয়ে আসা
আট
কপালে – মন্দভাগ্য
কুঁড়ে
স্বভাব – আঠারো মাসে বছর
আমড়া
কাঠের ঢেঁকি – অপদার্থ
ঊনপাঁজুরে
– দুর্বল
ইঁদুর
কপালে – মন্দভাগ্য
গাছ
পাথর – হিসাব নিকাশ
উড়নচণ্ডী
– অমিতব্যয়ী
উলুখাগড়া
– গুরুত্বহীন লোক
ইতর
বিশেষ - পার্থক্য
অকূল
পাথার – ভীষণ বিপদ
অক্কা
পাওয়া – মারা যাওয়া
অর্ধচন্দ্র
– গলাধাক্কা
অন্ধিসন্ধি
– গোপন তথ্য
অষ্টরম্ভা
– ফাঁকি
আক্কেল
দাঁত – বুদ্ধির পরিপক্বতা
উত্তম
মধ্যম – প্রহার
উজানে
কৈ – সহজলভ্য
ঊনপঞ্চাশ
বায়ু – পাগলামি
এসপার
ওসপার – মীমাংসা
কচু
পোড়া – অখাদ্য
কাক
ভুষণ্ডী – দীর্ঘজীবী
কেতা
দুরস্ত – পরিপাটি
খয়ের
খাঁ – চাটুকার
খণ্ড
প্রলয় – ভীষণ ব্যাপার
গড্ডলিকা
প্রবাহ – অন্ধ অনুকরণ
গরমা
গরম – টাটকা
গোকুলের
ষাঁড় – স্বেচ্ছাচারী লোক
গোঁফ
খেজুরে – নিতান্ত অলস
ঘাটের
মড়া – অতি বৃদ্ধ
ঘোড়ার
ডিম – অবাস্তব
কলুর
বলদ – এক টানা খাটুনি
কাকতাল
– আকস্মিক ঘটনা
কড়ায়
গণ্ডায় – পুরোপুরি
কান
ভারি করা – কুপরামর্শ দেয়া
কুঁড়ের
বাদশা – অলস
গৌরীসেনের
টাকা – বেহিসাবি অর্থ
ঘটিরাম
– আনাড়ি হাকিম
চোখের
পর্দা – লজ্জা
চিনির
পুতুল – শ্রমকাতর
চুনোপুঁটি
– নগণ্য
অকাল
কুষ্মাণ্ড – অপদার্থ
অকালপক্ব
– ইঁচড়ে পাকা
অষ্টকপাল
– হতভাগ্য
অন্ধের
যষ্টি – একমাত্র অবলম্বন
অমাবস্যার
চাঁদ – দুর্লভ বস্তু
আদায়
কাঁচকলায় – শত্রুভাবাপন্ন
আঠারো
মাসে বছর – দীর্ঘসূত্রিতা
আদার
ব্যাপারি – সাধারণ লোক
আকাশের
চাঁদ – দুর্লভ বস্তু
আঙুল
ফুলে কলাগাছ – হঠাৎ বড়লোক
আদা
জল খেয়ে লাগা – প্রাণপণ চেষ্টা করা
আলালের
ঘরের দুলাল – অতি আদুরে নষ্ট ছেলে
আকাশ
কুসুম – অসম্ভব কল্পনা
উড়নচণ্ডী
– উচ্ছৃঙ্খল
উনিশ
বিশ – সামান্য পার্থক্য
উত্তম
মধ্যম – প্রহার
এক
চোখা – পক্ষপাত দুষ্ট
একাদশ
বৃহস্পতি – মহাসৌভাগ্য
এলাহি
কাণ্ড – বিরাট আয়োজন
কাঁঠালের
আমসত্ত্ব – অলীক বস্তু
গোড়ায়
গলদ – প্রথমেই ভুল
গুড়ে
বালি – আশায় নৈরাশ্য
চশমখোর
– বেহায়া
চাঁদ
কপালে – ভাগ্যবান
ঢাকের
বাঁয়া – অপ্রয়োজনীয়
ঠোঁট কাটা – স্পষ্টভাষী